কি পেলাম ২০২৪ সালে ?
২০২৪ সাল টা আমার লাইফের সবচেয়ে চ্যালেঞ্জিং একটা বছর গিয়েছে,
★ হেমায়েতপুরের ট্রেনিং সেন্টার এ, এম ইন্টারন্যাশনাল স্কুলে নিয়ে গেলাম।
★ নিজের বাসা - বাড়ি পরিবর্তন করলাম,
★ যাত্রাবাড়ীতে একটা নতুন শাখা অফিস ও ট্রেনিং সেন্টার চালু করলাম,
★ একটা ভ্যালুয়েশন ফার্ম করলাম, এখনো গুছানো বাকি,
★ ময়নামতি এডভান্স সার্ভে প্রতিষ্ঠা করলাম,
★ পোনে এক কোটি টাকায় হেমায়েতপুরের হরিণধরায় জমি কিনলাম,
★ ২ টা টোটাল স্টেশন মেশিন থেকে ৬ টাতে উন্নতি করালাম,
★ আগে যেখানে দৈনিক একটা মাপ দিতাম এখন সেটা ২-৬ টিতে নিয়ে এসেছি,
★ অনেকজনকে ডিজিটাল সার্ভে টোটাল স্টেশন মেশিনের কোর্স করিয়েছি এখন অনেকেই সফল ভাবে মাঠে কাজ করে যাচ্ছেন।
★ শুধু এই বছর শুধু আমার আন্ডারে কারিগরি আমিনশীপ পরিক্ষায় বসেছেন ৫০০+ জন।
★ হাজারেরও বেশি জন BD Cad কোর্স শিখে ডিজিটাল পদ্ধতিতে নকশা পরিমাপ করতে পারে,
★ BD Land Survey ক্যালকুলেটর এ ভাগ বন্টন ফেচার যুক্ত করলাম,
★ হেমায়েতপুর জয়নাবাড়ি আরও ২ শতক জমি কিনলাম
★ সার্ভেয়ারদের জন্য একটা প্লাটফর্ম বাংলাদেশ সার্ভেয়ার সমিতি গঠন করলাম যদিও অনেক পথ এখনো বাকি, কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্য থেকে বেশি দূরে নেই আমরা।
★ নতুন ২ টা জিনিস বের করলাম আরও ২ টা জিনিস অন দা ওয়ে,
এই বিষয় গুলো একদিনে আসে নি, শত শত দিন নির্ঘুম রাত কাটিয়েছি, হাড়ভাংগা খাটুনি দিয়েছি, মেধা, শ্রম ও দক্ষতার সর্বোচ্চ টা কাজে লাগিয়েছি, সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে এগুলে মহান আল্লাহ সোবহানা তা আলা কখনোই নিরাশ করেন না।
সকলকে নিয়ে একতালে এগিয়ে যাওয়াটাই বিশাল ব্যাপার, আমি যেমন আমার লোকদের কথা নিঃসার্থ ভাবে চিন্তা করি, আমার লোকজন গুলো ও তেমন সহজ সরল ও পরিশ্রমী। আমার সাথে জড়িয়ে আছে অসংখ্য মানুষ।
এখন শুধু ছবির লোকজন গুলোকে আপনারা বেশি দেখেন। এর কারণ এই লোক জন গুলোর বাসা আমার অফিসের বা বাসার কাছাকাছি, জীবনে এতো এতো মানুষের সাথে জড়িয়েছি সকলকে এক ফ্রেমে নিয়ে আসাটাও অসম্ভব। আমি যখন নিজেকে নিয়ে চিন্তা করি, আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য ও ঠিক ততটাই চিন্তা করি।
আমার যখনোই কোনো কিছুর দরকার হয়, আল্লাহ সোবহানা তা আলা অটোমেটিক ব্যাবস্থা করে দেন। আমার সাথে জড়িয়ে থাকা প্রতিটা লোক এক কথায় অন্যরকম!! এই বছরে এতোগুলো কাজে হাত দেয়াতে প্রায় ১৯ লক্ষ টাকা বিভিন্ন জন ধার দিয়েছেন। সেখান থেকে প্রায় অনেকটাই পরিশোধ করে দিয়েছি।
আমার যখনই কিছু লাগে হোক সেটা আর্থিক, আল্লাহ সোবহানা তা আলা কাছের মানুষদের মাধ্যমে ব্যাবস্তা করে দেন। মাত্র ৮০০ টাকা দিয়ে এই জগত শুরু করি, নিয়ত সহিহ থাকায় আল্লাহ সোবহানা তা আলার ইচ্ছায় এতোটা এগুতে পেরেছি, আমার সাথে কানেক্টেড অনেকেও অনেকখানি এগিয়েছেন।
এখনো অনেক পথ বাকিসকলকে নিয়ে একসাথে এগুতে চাই অনেকটা পথ।
ধন্যবাদান্তে,
সার্ভেয়ার মোঃ রিমন খাঁন (B.Sc, M.Sc)
সিভিল কোর্ট কমিশনার জেলা জজ আদালত, ঢাকা
ব্যাবস্থাপক, ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস প্রশিক্ষণ
পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট
Mobile Imo & whats app: 01811-811182
সিভিল কোর্ট কমিশনার জেলা জজ আদালত, ঢাকা
ব্যাবস্থাপক, ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস প্রশিক্ষণ
পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট
Mobile Imo & whats app: 01811-811182
একটি মন্তব্য পোস্ট করুন