স্বর্ণ দুইভাবে পরিমাপ করা যায়!
- একটি গ্রাম হিসেবে
- অন্যটি আনা, রতি হিসেবে।
প্রথম পদ্ধতিঃ ভরি ও গ্রামের হিসাব।
দোকান দার কে আপনি বলবেন, "গ্রাম দিয়ে ওজন করুন"।
স্বর্ণের হিসাব পরিমাপ বের করার সূত্র,
১১.৬৬৪ গ্রাম = এ ১ ভরি হয়।
অর্থাৎঃ
=(ক্রয়কৃত স্বর্ণের ওজন ÷ ১১.৬৬৪)
= ভরি
মনে করুন আপনি স্বর্ণ কিনতে দোকানে গেলেন দোকান দার আপনাকে একটি অলংকার দিলো যার ওজন ৬ .৭৭৯ গ্রাম। তাহলে ভরিতে,
= ৬ .৭৭৯ গ্রাম ÷ ১১.৬৬৪ = ০.৫৮১ ভরি
আপনি যদি ৪৮,০০০ টাকা ভরি ধরে স্বর্ণ কিনেন তাহলে অলংকার টির দাম,
= (০.৫৮১ ভরি × ৪৮,০০০ টাকা) = ২৭,৮৯৭ টাকা।
আরও একটি উদাহরণ দিচ্ছি মনে করুন একটি গয়না কিনতেছেন যার ওজন ১৮.৬৪৩ গ্রাম আপনি এইটাকে ভরিতে নেওয়ার জন্য ১১.৬৬৪ দিয়ে ভাগ করবেন। তাহলে,
= (১৮.৬৪৩ গ্রাম ÷ ১১.৬৬৪) = ১.৫৯৮ ভরি।
প্রতি ভরির দাম যদি ৪২,০০০ টাকা হয়, তাহলে উক্ত গহনাটির দাম
=(১.৫৯৮ ভরি × ৪২,০০০)
= ৬৭,১৩০ টাকা ।
২য় পদ্ধতিঃ ভরি, আনা, রতির হিসাব।
আনা, রতি ও পয়েন্ট এর একক আমাদের বাংলাদেশে বহুল ব্যবহার হয়ে থাকে।
১ ভরি = ১৬ আনা
১ ভরি = ৯৬ রতি
১ ভরি = ৯৬০ পয়েন্ট
১ আনা = ৬ রতি
১ রতি = ১০ পয়েন্ট
আনা রতি থেকে ভরিতে বের করার নিয়মঃ
মনে করুন আপনি ৮ আনা ৫ রতি ৩ পয়েন্ট স্বর্ণ কিনলেন। কিভাবে ভরিতে বের করবেন।
ভরিতে নেয়ার সূত্র,
= ( আনা \ ১৬) + (রতি / ৯৬) + (পয়েন্ট / ৯৬০)
= (৮ ÷ ১৬) + (৫ ÷ ৯৬) + (৩ ÷ ৯৬০)
= ০.৫ + ০.০৫২ + ০.০০৩
= ০.৫৫৫ ভরি
প্রতি ভরি ৬০ হাজার টাকা হলে গহনাটির দাম হবে,
= (০.৫৫৫ ভরি × ৬০,০০০টাকা)
= ৩৩,৩০০ টাকা।
এপটির প্লে-স্টোর লিংক- https://play.google.com/store/apps/details?id=com.bdlandsurveyor.bdhishab_israil
স্বর্ণের ওজন পরিমাপের ক্যালকুলেটরঃ
কোনো প্রকারের সূত্র ছাড়া স্বর্ণের হিসাব বের করতে চাইলে আমাদের BD Hishab
Calculator টি ব্যাবহার করুন। একই সাথে জমির হিসাব, সোনার হিসাব, রডের
হিসাব, মাটির হিসাব সবগুলো কাজ একটি এপের সাহায্যে করতে পারবেন। এই এপটির বিশেষত্ব হচ্ছে কোনো প্রকারের এড শো করবে না।
চিত্রঃ BD Hishab Calculator |
thanks
ReplyDeleteA mid-2021 survey determined that the share of holiday makers} who gambled in Las Vegas in the U.S. was as excessive as seventy three p.c. Given Las Vegas is famed for its casinos, it could come as no surprise that on line casino gaming revenue in Nevada amounted to 8.45 billion U.S. dollars in 2021, up from the previous year’s complete of 6.75 billion U.S. dollars. In addition, the Las Vegas-based company MGM Resorts was the main on line 룰렛 casino company in the world by revenue. While Las Vegas has had a long time|a very lengthy time} to determine its gambling stronghold, it faces extra competition now that sports activities betting has been legalized on a federal stage. If extra states proceed to grow their gambling markets by permitting sports activities betting and online forms of gambling, Las Vegas is probably not|will not be} the one house of U.S. gambling sooner or later.
ReplyDeletePost a Comment