প্রফেশনাল এই সার্ভেয়িং ক্যারিয়ারে, বহু সুযোগ ছিলো অবৈধ ভাবে বাড়তি ইনকাম করার, আজ পর্যন্ত আমার নিজের নীতি ঠিক রেখে কাজ করে যাচ্ছি, একটু ছয়-নয় করলে অনেক কিছু করা সম্বভ ছিলো।
মজার ব্যাপার হচ্ছে আমি গড়ে যে দশটি কাজে যাই, এর মধ্যে ৩-৪ টি কাজে আমার ক্লায়েন্ট উল্টো ঠকে যায়, এই কারণে আমি মাপে যাওয়ার আগেই বলে নেই, আমি কাউকে জিতাতে বা ঠকাতে পারবো না, আমাকে দিয়ে জমি মাপালেই যে জিতবেন এইরকম নিশ্চয়তা আমি দিতে পারবো না, আপনি জিতবেন বা ঠকবেন এটাতে আমার ইন্টারেস্ট নেই, আপনার ন্যায্য টুকু সকলের সামনে উপস্থাপন করতে পারবো, সুষ্ঠু একটা সমাধানের পথ সৃষ্টি করতে পারবো।
সব সময় যে সফল হয় বিষয় টা এইরকম না, একটা শালিশ সমাধানের সেটিংস কখনোই সার্ভেয়ার দের উপর থাকে না।
এইটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে পক্ষ - বিপক্ষের মানসিকতা , এলাকার মান্য গন্য লোক বা মাদবর, মাপের পরিবেশ, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সার্ভেয়ারগনের কাজের পরিধি।
একটা সময় ছিলো কোনোরকম ভাবে টেনে টুনে কাজ করতে পারলেই এই পেশায় টিকে থাকা যেতো কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন কাজকে গুছানোর জন্য প্রতিটা সার্ভেয়ার কে নতুন করে, নতুন কিছু স্কিল শিখতে হচ্ছে।
এক সময় এই পেশার মধ্যে মানুষের বিশ্বাস ও আগ্রহ কোনোটাই আজকের মতো ছিলো না, সত্যিকার অর্থে আমরা অনেকটুকু এগিয়েছি, এবং আরও অনেকটা এগুতে হবে।
এক সময় এই পেশার মধ্যে মানুষের বিশ্বাস ও আগ্রহ কোনোটাই আজকের মতো ছিলো না, সত্যিকার অর্থে আমরা অনেকটুকু এগিয়েছি, এবং আরও অনেকটা এগুতে হবে।
ধন্যবাদান্তে,
সার্ভেয়ার মোঃ রিমন খাঁন (B.Sc, M.Sc)
সিভিল কোর্ট কমিশনার জেলা জজ আদালত, ঢাকা
ব্যাবস্থাপক, ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস প্রশিক্ষণ
পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট
Mobile Imo & whats app: 01811-811182
সিভিল কোর্ট কমিশনার জেলা জজ আদালত, ঢাকা
ব্যাবস্থাপক, ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস প্রশিক্ষণ
পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট
Mobile Imo & whats app: 01811-811182
একটি মন্তব্য পোস্ট করুন