ডিজিটাল সার্ভে করার মহুর্তে

সাভারের অন্যতম নামকরা জায়গা, সাভার নামাবাজারে দোকান পজিশন ডিজিটাল সার্ভে করে চার জনের মধ্যে সঠিক ভাবে বন্টন করে দেয়া হয়, একেকজন ভাগে মাত্র ৬০ বর্গফুট বা ০.১৪ শতক এর কম করে পায়।

মজার ব্যাপার হচ্ছে এই পজিশনে ১ থেকে দেড় কোটি টাকা প্রতি শতক ও কেউ বিক্রি করবে না, যদি কেউ বিক্রি করেও যিনি কিনবে মাত্র ১৪-১৫ বছরে ভাড়া থেকে এই টাকা রিকভার করে ফেলবেন।

দামী যায়গা হওয়াতে অত্যন্ত সুক্ষতার সাথে পরিমাপ করে পক্ষ ও বিপক্ষের মধ্যে সমাধান করে দিই, এর আগে সেম এই পজিশনের জমি মেপেছিলাম পার কাশিপুর মৌজা মাধবদি নরসিংদী দাম ছিলো প্রায় ১৪ কোটি টাকা প্রতি শতক, মহান আল্লাহ সোবহানা তা আলা র নিকট শুকরিয়া জ্ঞাপন করছি।

পক্ষ-বিপক্ষের আস্তার যায়গা ধরে রাখতে পেরেছি, অনেক মাপে পক্ষ ও বিপক্ষ উভয় পক্ষের প্রথম চাহিদা আমি, যখন শুনে আমি মাপতে যাবো, বিপক্ষ ও ভরসা করে এখানে ছয় - নয় হবে না, নতুন আরেকজন সার্ভেয়ার এর কি দরকার, উনিতো সঠিক মাপই দিবেন, এই সম্মান টা অর্জন করা ই বিশাল আনন্দের।

আজকের মাপটা যিনি রেফার করেছেন, উনি একপ্রকার বলেই দিয়েছেন যদি এই লোক দিয়ে সঠিক মাপ না পাও, মাপের ফি আমার কাছ থেকে নিয়ে যাইবা, আমি জরিমানা দিমু, অথচ এই লোকের সাথে আমার কোনো সম্পর্ক বা অর্থনৈতিক লেনদেন ই নাই, শুধু আগে পিছে ২-৩ বার আমাকে দিয়ে জমি মাপিয়েছেন।

সম্পূর্ণ কাজটা আমি নিজে BD Cad দিয়ে করেছি, এবং বাকি ৩ জনকে আমার সাথে সাথে ফলোআপ করিয়েছি।
ধন্যবাদান্তে, 
সার্ভেয়ার মোঃ রিমন খাঁন (B.Sc, M.Sc)
সিভিল কোর্ট কমিশনার জেলা জজ আদালত, ঢাকা
ব্যাবস্থাপক, ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস প্রশিক্ষণ
পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট
Mobile Imo & whats app: 01811-811182

 

Post a Comment

নবীনতর পূর্বতন