সীমানা নির্ধারণ এর সময়

আসলেই কিছু বিষয় দেখলে চূড়ান্ত মাত্রায় হাসায়!!
জনৈক এক লোক আমাকে উপদেশ দেয়, গড় পদ্ধতি সঠিক না, আপনার এপ দেখে অনেকে গড়ের সূত্রে কালি করে, প্রফেশনাল সার্ভেয়ার ক্যারিয়ারে এখনো যদি এই খানে পড়ে থাকেন তাহলে আপনি এখনো দুধের শিশু, আমার কাছ থেকে যারা ফিজিকালি ট্রেনিং করেছে, প্রথম ক্লাসে, প্রথম টপিক ই হচ্ছে আয়তাকার ফর্মূলা যেটাকে পাবলিক গড়ের সূত্রে কনভার্ট করে নিয়েছে, যা কখনোই ১০০% রেজাল্ট দেয় না।

ইউটিউব চ্যানেলের প্রথম উল্লেখযোগ্য ভিডিও ছিলো গড়ের সূত্র কখনো ই একুরেট না, যেটা লক্ষ লক্ষ মানুষ আরও বহু বছর দেখে রেখেছে,
 
জমিতে বাড়ি করা আছে কোনাকোনি মাপ নেয়া যায় না, সম্পূর্ণ নিজে থেকে গবেষণা করে প্রমাণ করে দিলাম কোসাইন ফর্মূলাতে এটার সমাধান সম্বভ, আমার আগে যদি কেউ অনলাইনে দাবি করে এটা এনেছে বা প্রমাণ করতে পারে এই সার্ভে জগত ছেড়ে দিবো। 
 
উপমহাদেশে সর্বপ্রথম আমার এপের মধ্যে কোসাইন ফর্মূলা সংযোজন করি আরও বহু আগে। বহু আগে ইউটিউব ভিডিও তে দিয়ে রাখছি, এখন অনেকে নতুন পাচ্ছে, নতুন কোনো ক্রিয়েটর থেকে, মনে মনে ভাবছে এই লোকের মনে হয় এই গুলো জানা নেই, এখন কো অর্ডিনেট সিস্টেমে ১.৫ -২ কিলোমিটার দূরের সীমানা নির্ধারণ বা চ্যালেঞ্জ করা নিয়ে কাজ করছি, বেশ কিছু ক্ষেত্রে সফল ভাবে প্রয়োগ ও করছি।

সামনে এই রেঞ্জটা 5 কিলোমিটার ছাড়িয়ে কিভাবে নেয়া যায় এটা নিয়ে চিন্তা করছি, কিভাবে বিশাল একটা প্রজেক্ট দ্রুত সময়ে করা যায় এইগুলো নিয়ে গবেষণা করছি এবং অনেক টা এগিয়ে ও গিয়েছি।
 
অন্যকেউ একটা প্রজেক্টের রেট দিলে ৪ লক্ষ সেই প্রজেক্ট ২ লক্ষে করে দিতে পারবো, এমন টেকনোলজি নিয়ে কাজ করছি,
আর জনৈক ঐ লোক এখনো এইটার মধ্যেই পড়ে আছে গড়ের সূত্র সঠিক না হেরন্সের সূত্র সঠিক, প্রথম ক্লাসের প্রথম টপিক, তাহলে অগ্রগতি কিভাবে হবে? চিন্তা ভাবনা আপডেট করে এগিয়ে না গিয়ে এক বিতর্কে পড়ে রইছি।

ধন্যবাদান্তে, 
সার্ভেয়ার মোঃ রিমন খাঁন (B.Sc, M.Sc)
সিভিল কোর্ট কমিশনার জেলা জজ আদালত, ঢাকা
ব্যাবস্থাপক, ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস প্রশিক্ষণ
পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট
Mobile Imo & whats app: 01811-811182


Post a Comment

নবীনতর পূর্বতন