![]() |
রিমন স্যার |
সোজা বাংলা ক্লিয়ার কাট কথা, যদি তিতা লাগে তাতেও সমস্যা নাই, এনালগ সার্ভেয়ার এর জন্য ৪,০০০ টাকা, ডিজিটাল মেশিনের সার্ভেয়ার এর জন্য ৪০০০ টাকা, দলিল লেখক বা কাগজ বুজে এমন লোকের জন্য ৪০০০ টাকা, মোট= ১২,০০০ টাকায় ভূমি মালিক কখনোই বহন করবে না!
২০১৪ -১৫ সাল পর্যন্ত বহন করেছে, এখনো অনেক যায়গায় করছে, সামনে করবে না, এখন সবাই অল ইন ওয়ান ম্যান চায়।
২০১৫ সালে সেনপাড়া পর্বতা মৌজাতে মিরপুর ১০ নম্বর গোল চক্কর থেকে ৩০০ মিটার এর মধ্যে একটা শালিশে গিয়েছিলাম, ডিজিটাল সার্ভেয়ার এর জন্য ৪,০০০ টাকা, আমার জন্য ৪,০০০ টাকা, এবং একজন দলিল লেখক বা আইনজীবী উনার জন্য ৪,০০০ টাকা। মোট ১২,০০০ টাকা খরচ করেছিলেন।
কিন্তু বর্তমানে এই খরচগুলো মানে ফি গুলো আরও বেড়েছে, পরবর্তীতে আমার সেই ক্লায়েন্টের কাজ একই সেটাপে বিশিল মৌজাতে করেছি, ফি নিয়েছি ৮০০০ টাকা, কারণ ডিজিটাল আমার সেটাপ, এনালগ আমার সেটাপ,কাগজপত্র বুঝা এটাও আমার সেটাপ আমাকে অনেকে মাপে নিয়ে ই যায় অল ইন ওয়ান সেটাপের জন্য।
ক্রিকেটের ভাষায় এটাকে বলা হয় অলরাউন্ডার, হয় ব্যাটিং না বোলিং না হয় ফিল্ডিং, সাকিব আল হাসান ২০ বছরের বেশি সময় জাতীয় পর্যায়ে খেলে গেছেন। শুধু ব্যাটিং হিসেবে খেললে দলে এতো বছর একটানা নিয়মিত চান্স পেতো না, আবার বোলিং হিসাবে ও পেতো না, পেয়েছে অলরাউন্ডার হিসেবে।
এনালগ সবার জন্মগত, এটাকে অসম্মান করার কারও অধিকার নেই! কিন্তু অলরাউন্ডার না হলে পাবলিক পর্যায়ে টিকে থাকাটাও আগামী দিনের জন্য চ্যালেঞ্জিং হবে। আমার এখানে যারা শিখতে আসে তারা কেনো সফল হয়? আমার কাছে কি জাদুর কাঠি আছে?
কেরাণীগঞ্জের রায়হান পারভেজ সাহেবের মাপের জগতে ২.৫ বছর বয়স। দৈনিক কাজ ২-৩ টি, এতো অল্প সময়ে এতো এতো কাজ এটা কি জাদুর কাঠি থেকে এসেছে? এসেছে অল রাউন্ড পার্ফামেন্স ও দক্ষতা থেকে, ডিজিটাল সার্ভে সেটাপ উনার, ম্যানুয়াল সার্ভের সেটাপ সেটাও উনার, দলিলপত্র কাগজের সেটাপ সেটাও উনার।
পাবলিক কম খরচে সর্বোচ্চ সেবা চায়, যেই কারণে একটি একটি করে ৬ টা টোটাল স্টেশন মেশিন কিনেছি, সামনে RTK কিনার চিন্তা করেছে বাংলা টাকায় এটা ১ মিলিয়ন এর ও বেশী।
পাবলিক কম খরচে সর্বোচ্চ সেবা চায়, যেই কারণে একটি একটি করে ৬ টা টোটাল স্টেশন মেশিন কিনেছি, সামনে RTK কিনার চিন্তা করেছে বাংলা টাকায় এটা ১ মিলিয়ন এর ও বেশী।
সিদ্ধান্ত আপনার, আপনি কি পিছিয়ে যাবেন নাকি এগিয়ে যাবেন? এনালগ থেকে নিজের স্কিল দক্ষতা দিয়ে ডিজিটালে শিফট করেন। জ্ঞানীরা এর কদর বুঝে!
পীরগঞ্জের সার্ভেয়ার মুস্তাফিজ সাহেব, ৩৫ বছর ধরে এনালগে জমি পরিমাপ করেন, ডিজিটাল উনার পক্ষেও আয়ত্ব করা কঠিন, উনার ছেলে রাকিবুল কে আমার কাছে পাঠিয়েছেন ডিজিটাল শেখার জন্য, ঐ দিন রাকিবুল বললো স্যার ডিজিটাল সেটাপে আব্বার সাথে গিয়ে অনেকগুলো সমাধান দিতে পেরেছি, আব্বাও আপনার উপর খুবই সন্তুষ্ট,
আরিফুল ইসলাম রাণীসংকৈল ঠাকুরগাঁও, চাচাও আমিন, বাবাও আমিন, ডিজিটাল এর জন্য আমার কাছে পাঠিয়েছেন।
ডিজিটাল এর পরিধি ব্যাপক! শুধু অটোক্যাড দিয়ে নকশার ডাইমেনশন দেয়া ডিজিটাল না! ডিজিটাল হচ্ছে ১৫০০ ফুট দূর থেকে কো অর্ডিনেট সিস্টেমে সীমান চেক দেয়া যেটা এনালগে অসম্ভব, ডিজিটাল হচ্ছে একদিনে কয়েক একর জমি মাপা যেটা এনালগে কয়েকদিনের কাজ, ডিজিটাল হচ্ছে গুছিয়ে জটিল কাজ সমাধান করা।
এখনো যদি ডিজিটাল শিখার কারও আপত্তি থাকে তাহলে, পিছিয়ে পড়ার জন্য প্রস্তুত হন, রায়হান পারভেজ সাহেবের দৈনিক ২-৩ টি কাজ আমার এখান থেকে সার্ভেয়ার পাঠিয়ে অনেক কাজ উদ্ধার করে দেই, একই এলাকার ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন লোকের কাছে ব্যাপকহারে কাজ নেই। ডিজিটাল আপনাকে শিখতেই হবে!
ধন্যবাদান্তে,
ধন্যবাদান্তে,
সার্ভেয়ার মোঃ রিমন খাঁন (B.Sc, M.Sc)
সিভিল কোর্ট কমিশনার জেলা জজ আদালত, ঢাকা
ব্যাবস্থাপক, ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস প্রশিক্ষণ
পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট
Mobile Imo & whats app: 01811-811182
সিভিল কোর্ট কমিশনার জেলা জজ আদালত, ঢাকা
ব্যাবস্থাপক, ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস প্রশিক্ষণ
পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট
Mobile Imo & whats app: 01811-811182
একটি মন্তব্য পোস্ট করুন