জমি মাপর অসাধারণ একটি এপ্স পরিচিতি

BD Land Survey Calculator এর ইংরেজি ভার্সন  

  Calculator For Land 3.0 এর বৈশিষ্ট্যসমুহঃ

 ■ এপের ইউজার ইন্টারফেস সম্পূর্ণ ইংরেজিতে। পৃথিবীর সকলেই এপটি ব্যবহার করতে পারবেন।

 ■ মিটার অথবা ফুটে এপের সিটিংস পরিবর্তন করার সুযোগ রয়েছে ।

 ■ আন্তজার্তিক মেট্রিক এবং ব্রিটিশ  ইমপেরিয়াল উভয় পদ্ধতিতে পরিমাপ করার সুযোগ রয়েছে।

■ আয়তাকার জমি পরিমাপ

     ○ ৪ টি বাহু দিয়ে জমি পরিমাপের সুযোগ।

     ○ ফলাফল ১০ টি জনপ্রিয় এককে দেখার সুযোগ।

         ১. বর্গফুট 

         ২. শতাংশ 

         ৩. কাঠা

         ৪. একর 

         ৫. হেক্টর 

         ৬. আরে

         ৭. গুন্থা

         ৮. ছটাক

         ৯. বর্গমিটার           

         ১০. বর্গগজ

    ○ বাহুগুলোর ইনপুট ফুট এবং মিটারে দেওয়ার সুযোগ।


■ ত্রিভুজাকার জমি পরিমাপ

 ○ ৩ টি বাহু দিয়ে জমি পরিমাপ করা।

 ○ হেরন্সে ১০০% নিখুত জমি পরিমাপ।

 ○ ফলাফল ১০ টি জনপ্রিয় এককে দেখা।

 ○ বাহুগুলোর ইনপুট ফুট এবং মিটারে দেওয়ার সুযোগ।

■ বৃত্তাবাস আকৃতির জমি পরিমাপ

 ○ বড় অক্ষ ও ছোট অক্ষ দিয়ে জমি পরিমাপ।

 ○ ফলাফল ১০ টি জনপ্রিয় এককে দেখা।

 ○ বাহুগুলোর ইনপুট ফুট এবং মিটারে দেওয়ার সুযোগ।

■ একধিক ত্রিভুজ

 ○ ৬ টি ত্রিভুজ একসাথে জমি পরিমাপ।

 ○ ফলাফল ১০ টি জনপ্রিয় এককে দেখা।

 ○ বাহুগুলোর ইনপুট ফুট এবং মিটারে দেওয়ার সুযোগ।

■ জমির সঠিক হিসাব

 ○ ৪ টি বাহু ও কর্নের সমন্বয়ে একুরেট জমির হিসাব।

 ○ হিসাবগুলো হেরন্সে ও সাইন কোসাইন এ করা হয়।

 ○ জমির এংগেল বা কোন দেওয়া হয়।

 ○ ফলাফল ১০ টি জনপ্রিয় এককে দেখা।

 ○ বাহুগুলোর ইনপুট ফুট এবং মিটারে দেওয়ার সুযোগ।

■ সকল সূত্রসমূহ

 ○ আয়ত

 ○ বর্গ

 ○ সামান্তরিক

 ○ সাইন কোসাইন ফর্মূলা

 ○ সমকোণী ত্রিভুজ

 ○ বিষমবাহু ত্রিভুজ

 ○ বৃত্তাবাস

 ○ পরাবৃত্ত

 ○ বৃত্ত

 ○ উপবৃত্ত

 ○ বাহুগুলোর ইনপুট ফুট এবং মিটারে দেওয়ার সুযোগ।

■ খতিয়ান ক্যালকুলেটর

 ○ খতিয়ানে আনা গন্ডা কড়া ক্রান্তি থেকে জমির হিস্যা বের করা যাবে।

 ○ ফলাফল বিভিন্ন এককে দেখা যাবে।


■ একক পরিবর্তন

 ○ দৈর্ঘ্য একক

 ○ বর্গ একক

 ○ বিভিন্ন একক রূপান্তর


■ যন্ত্রপাতি

 ○ ৫০ টির ও বেশি যন্ত্রপাতি পরিচিতি


■ আমাদের সেবা সমূহ

 ○ জমি পরিমাপ।

 ○ নকশা সরবরাহ।

 ○ ডিজিটাল ডিমার্কেশন

 ○ প্যান্টাগ্রাফ

 ○ যন্ত্রপাতি সরবরাহ

 ○ জমির দলিল তল্লাশি

○ সার্ভেয়ার মোঃ রিমন খান ( স্যার) Mobile, imo, what's app. 01832- 421046. 01317 - 833396.

■ About us

এপের লিংক- https://play.google.com/store/apps/details?id=com.bdlandsurveyor.landall_israil






MD Rimon Khan

আসসালামু আলাইকুম, আমি, সার্ভেয়ার মোঃ রিমন খাঁন (B.Sc, M.Sc) সিভিল কোর্ট কমিশনার জেলা জজ আদালত, ঢাকা ব্যাবস্থাপক, ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস প্রশিক্ষণ পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট Mobile Imo & whats app: 01811-811182

1 মন্তব্যসমূহ

  1. অনলাইনে জমির খতিয়ান যাচাই করা এবং খতিয়ানের নকল উঠানো পদ্ধতি কি ?

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন