১। বিডিক্যাড অন্য কাউকে দিলে।
২। বিডিক্যাড এপ বিক্রি করলে।
৩। বিডিক্যাড এ সংযোজন ও বিয়োজন করলে।
৪। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের কমেন্টে অন্য কাউকে কোনো কিছু বিক্রির জন্য ইনবক্সে আসতে বললে।
৫। আমাদের পেজে বাজে কমেন্ট করলে।
৬। আপনার টেলিগ্রাম নাম্বার হ্যাক/ব্যান হলে। [আপনি যে টেলিগ্রাম এর মাধ্যমে কোর্স নিয়েছিলেন সেই টেলিগ্রামেই লাইফটাইম সাপোর্ট পাবেন]
উপরোক্ত কারনে বিডিক্যাড টেলিগ্রাম গ্রুপ থেকে ব্যান হবেন এবং একইসাথে হোয়াটসএপ ও টেলিগ্রাম থেকেও ব্যন করে দেওয়া হবে। একবার ব্যন হলে পরবর্তিতে আর এড করা হবে না।
Thanks for this information
উত্তরমুছুনআসসালামু আলাইকুম স্যার আশা করি খুব ভালো আছেন? বিডি ক্যাডের নিয়মটা আমার কাছে অনেক ভালো লাগলো।স্যার আমি ফেসবুকে দেখি অনেক সার্ভেয়ার আপনাদের বিডিক্যাড বিক্রি করে।আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে এটা তো জনাব রিমন স্যারের তৈরি এপ্স আপনি বিক্রি করছেন কেন।বলে স্যারের পারমিশন নিয়েছি।আবার কেউ বলে এটা ওনার এপ্স না।কিন্তু আমি পেজ সেটআপ ও টেম্পলেট দেখে চিনেছে।যে এটা আপনাদের বিডিক্যাড।আর পারমিশন এর কথা বললে।আমি বললাম কখনো একজন developer নিজের তৈরি এপ্স আপনাকে বিক্রি করার অনুমতি দিতে পারে না।তাহলে তো স্যার সবাইকে সরাসরি এপ্স দিয়ে দিত।
উত্তরমুছুনধন্যবাদ স্যার নিয়মটি নিয়ে আসার জন্য।
একটি মন্তব্য পোস্ট করুন