ময়নামতি এডভান্স সার্ভে টিমের কাজ শেষে

ডিজিটাল সার্ভেয়ার টোটাল স্টেশন মেশিন চালাতে পারে কিন্তু জমির সীমানা নির্ধারণ ও কাগজ পত্র বুঝে না! দুই পক্ষের বিচার-শালিশে বসলে নার্ভাস হয়ে যায়, মুখ দিয়ে কথা বের হয় না, এরকম ক্যাটাগরির সার্ভেয়ার থেকে গুনিয়া ও ফিট স্কেল দিয়ে জমির সীমানা আইল ঠিক করতে পারে, দলিল খতিয়ান বুঝে , এই ক্যাটাগরির সার্ভেয়ার রা তথাকথিত ডিজিটাল সার্ভেয়ার থেকে অনেক আগানো!

বেশ কয়েকযায়গায় মাপে গিয়েছি, মেশিন দেখে মাদবরদের মধ্যে অনেকেই বলে, আমিন সাব নকশা বুঝেন নি? নাকি ফিতার কামটা মেশিনে করতে এসেছেন?

ডিজিটাল সার্ভেয়ার অমুক, অমুক প্রতিষ্ঠান অথচ নকশা খতিয়ান বুঝে না, তাদের চোখে ডিজিটাল মানে ফিতার পরিবর্তে মেশিন, সীমানা করা থাকতে হবে, তাহলে চারপাশের পয়েন্ট প্রিজম দিয়ে টপো নিয়ে রিপোর্ট দিতে পারবে, ডিজিটাল সার্ভেয়ার অথচ সীমানা নির্ধারণ এর জন্য এলাকার লোকাল আমিন এর পিছনে পিছনে ঘুরে, এই রকম তথাকথিত ডিজিটাল সার্ভেয়ার এই শব্দটার সুনাম শেষ করে দিচ্ছে।
 
উদাহরণ স্বরূপ, আজকে আমাদের এডভান্স টিম কাজে যায় আগারগাঁও, জমির মালিক মেশিন দেখেই বলে উঠে, ফিতা আনছেন নি! কারণ পিছনে যারা মেশিন নিয়ে এসেছেন, দাগের সীমানা বের করে দিয়ে যেতে পারেন নাই।
 
আরও একটি উদাহরণ দেই, কিছু দিন পূর্বে একটা শালিশে গিয়েছিলাম, সেখানে অন্য পক্ষের ২ টা ছেলে ডিজিটাল মেশিন নিয়ে এসেছে, দেখেই বুঝেছি কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সদ্য বের হইছে, সীমানা নির্ধারণ, ভূমি সংক্রান্ত কাগজপত্র, মৌলিক কিছু বিষয় কোনটাই তাদের নলেজে নাই, তারা শুধু টপো নিতে পারে, সরজমিন মাপতে পারে, অথচ যে কোম্পানি থেকে আসছে তাদের চটকদার বিজ্ঞাপন, হেন করেংগা তেন করেংগা, এই সার্ভে, ঐ সার্ভে, মাটির নিচে সার্ভে, বিমান সার্ভে, ড্রোন সার্ভে, সমূদ্রের নিচে সার্ভে, আন্তর্জাতিক বর্ডার সার্ভে তে এক্সপার্ট, অথচ মৌজা নকশা মোতাবেক সীমানা নির্ধারণ করে বিরোধ নিষ্পত্তি তে এরা বিশাল শূন্য,

এই কারণে অনেকে ডিজিটাল সার্ভে শুনলে চিন্তা করে আগেরবারের মতো নলা গুলা মনে হয় আসছে, যেখানে ইজ্জত পাওয়ার কথা সেখানে অনেকে আড় চোখে দেখে, শেষে গিয়ে বলে কি লাভ হলো এতো টাকা দিয়া ডিজিটাল মেশিন আইনা, আমাগো ফরিদ আমিনের গুনিয়ার ভার ই তো নিতে পারে না,
 
কথাগুলো অনেকের কাছে তিতা লাগতেই পারে, নিজের স্কিল বাড়ান, গুছিয়ে কাজ করেন, এগিয়ে যান বহুদূর!!


ধন্যবাদান্তে, 
সার্ভেয়ার মোঃ রিমন খাঁন (B.Sc, M.Sc)
সিভিল কোর্ট কমিশনার জেলা জজ আদালত, ঢাকা
ব্যাবস্থাপক, ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস প্রশিক্ষণ
পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট
Mobile Imo & whats app: 01811-811182


Post a Comment

নবীনতর পূর্বতন