যারা ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ইতিপূর্বে কোর্স করেছেন ও রেজিস্ট্রেশন করেছেন। কেবল তারাই অনলাইন থেকে মার্কশিট টি ডাউনলোড করতে পারবেন। মার্কশিট ডাউনলোড করার জন্য প্রয়োজন হবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার।
অনলাইন থেকে মার্কশিট ডাউনলোড করার নিয়ম
প্রথমে নিচের লিংকে ক্লিক করবেনঃ-
https://www.bdlandsurveyor.com/#m
ক্লিক করার পর এরকম দেখাবেঃ-
২। এখান থেকে আমাদের "Verify Yout Registration ----" এই অপশনটি তে ক্লিক করতে হবে।
৩। এখন আমাদেরকে ক্লাস সিলেক্ট করতে হবে।
৪। আপনি ডিজিটাল সার্ভে হলে ডিজিটাল ও আমনিশিপ হলে আমিনশিপ সিলেক্ট করবেন।
৫। সাবমিটে ক্লিক করবো।
৬। আমরা আমাদের মার্কশিটটি দেখতে পাবো।
এখন আসি pdf কিভাবে ডাউনলোড করব।
আমরা প্রিন্ট দিজ মার্কশিট বাটনে ক্লিক করব।
এভাবে খুব সহজে আমরা আমাদের মার্কসিটি ডাউনলোড করে ফেলতে পারব। আশা করি সকলে ভাল আছেন আসসালামুয়ালাইকুম।
একটি মন্তব্য পোস্ট করুন