সরোজমিনে জমি মাপার ৫ টি ধাপঃ-

আসসালামু আলাইকুম আমি সারভেয়ার মোঃ ইসরাইল খান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা ফিল্ডে যখন পরিমাপ করতে যাই- তখন ৫ টি ধাপে আমরা কিভাবে পরিমাপ করে থাকি। এখন ৫ টি ধাপ আমি আপনাদেরকে শেয়ার করবো।

আমিন সারভেয়দের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সরজমিনের জমি পরিমাপ করা। এখন সরজমিনে জমি পরিমাপ করার কিছু ধাপ রয়েছে। প্রত্যেকটি ধাপই গুরুত্বপূর্ণ।


ধাপঃ-১ প্রথমে আমরা কাজটি বুঝে নেই।


ধাপঃ- ২ মৌজা নকশা সংগ্রহ করি। 


ধাপঃ-৩ ক্যাড সফটওয়্যার এর সাহায্যে স্কেচ করে ফেলি

 


ধাপঃ-৪ ফিতার সাহায্যে সীমানা নির্ধারণ করে ফেলি।


ধাপঃ-৫ সরজমিনের দখল বুঝিয়ে স্কেচ বা কলমি নকশা দিয়ে থাকি। 


আরো বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুনঃ- 

MD Rimon Khan

আসসালামু আলাইকুম, আমি, সার্ভেয়ার মোঃ রিমন খাঁন (B.Sc, M.Sc) সিভিল কোর্ট কমিশনার জেলা জজ আদালত, ঢাকা ব্যাবস্থাপক, ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস প্রশিক্ষণ পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট Mobile Imo & whats app: 01811-811182

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন