হাউজিং যেভাবে তৈরি করতে হয়।

আস্সালামুআইকুম,
আমি সার্ভেয়ার রিমন খান। আজকে আপনাদের সাথে হাউজিং তৈরি করার পদ্ধতি শেয়ার করবো।

একটি হাউজিং প্রজেক্ট এর কাজ সমাপ্তি করেছিলাম।

 
 
  •  ডিজিটাল টপোগ্রাফি সার্ভে।
  •  ডিজিটাল প্লট ডিমার্কেশন।
  • প্রধান সড়ক দিতে হয়েছে। 
  • শাখা রাস্তা বানিয়ে দিতে হয়েছে। 
  • ৫ একর জমিকে ৬১ টি প্লটে ভাগ করা। 
  • প্রজেক্টের নাম রিবার ভিউ প্রজেক্ট। 
  • প্রজেক্ট লোকেশন পানপাড়া, রাজফুলবাড়িয়া,সাভার, ঢাকা-১৩৪০।

প্রথমে আমরা টোটাল স্টেশন মেশিনের সাহায্যে টপোগ্রাফি সার্ভে করেছিলাম। 


 

এবং অটোক্যাডের সাহায্যে প্লট ডিমার্কেশন করেছিলাম। সরোজমিন এবং নকশায় আমরা ৪৩২ শতাংশ জমি পাই। 

  


তারপর আমরা টোটাল স্টেশনের ডাটাকে অটোক্যাডে প্রবেশ করাই। তারপর সেই সরোজমিনের মাপ অর্থাৎ টোটাল স্টেশনের ডাটা দিয়ে আমরা জমির চারপাশের বর্ডার একে ফেলি। 


তারপর পার এই জমিটিতে আমরা ২০ ফুট মূল রাস্তা দিয়ে দিই ক্যাডের সাহায্যে।


তারপর সুবিধা মতো জমিটিকে ৬১ টি প্লটে আমরা ভাগ করে ফেলি। 


তারপর আমরা আর. এস ম্যাপ, বি. এস ম্যাপ ও সরোজমিনের অংশ দিয়ে তুলনামূলক নকশা বা প্যান্টাগ্রাফ করি

 

তারপর আমরা নির্দিষ্ট স্কেলে A1 পেপারে হাউজিংয়ের কাজটি হাউজিং কতৃপক্ষকে বুঝিয়ে দিই।

মোট জমির পরিমাণ ৫.০ একর (প্রায়)। 


বর্তমানে খুব বেশি কাজের চাপ থাকায় সবার সাথে যোগাযোগ করা সম্বভ হচ্ছে না। মোবাইলে সারাদিনে অনেক ফোন আসে ফলে সবার সাথে ইচ্ছে থাকলেও কথা বলা যায় না। 

কিন্তু আমাদের সকল সেবা অনলাইনে হোয়াটস অ্যাপ ও ইমুতে নেয়া যাবে। আপনার যে বিষয়ে সেবা দরকার সেটা হোয়াটস অ্যাপ এর মাধ্যমে নিতে পারবেন। 

 ভূমি জরিপ এর যন্ত্রপাতি, ও মৌজা নকশার জন্য আপনার নাম ঠিকানা সহ হোয়াটস অ্যাপে মেসেজ করবেন। প্রত্যেকটা মেসেজ আমি পড়ি এবং প্রয়োজনে নোট করি।

হোয়াটস অ্যাপ নম্বর 01832- 421046. 

WhatsApp Link . https://wa.me/message/U37B7UFVOGG2I1 এই লিংকটির মাধ্যমে আমার সাথে কানেক্ট হয়ে ভূমি বিষয়ক যে কোন বিষয়ে সেবা নিতে পারবেন। 

Telegram Link - https://t.me/bdisr 
সকলে ভালো থাকবেন। আস্সালামু আলাইকুম।

MD Rimon Khan

আসসালামু আলাইকুম, আমি, সার্ভেয়ার মোঃ রিমন খাঁন (B.Sc, M.Sc) সিভিল কোর্ট কমিশনার জেলা জজ আদালত, ঢাকা ব্যাবস্থাপক, ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস প্রশিক্ষণ পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট Mobile Imo & whats app: 01811-811182

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন