সারা বাংলাদেশের যে কোন মৌজা ম্যাপ বা নকশা নিতে পারবেন।

 সারা বাংলাদেশের যে কোন মৌজা ম্যাপ বা নকশা নিতে পারবেন।  


রিমন স্যারের নকশা বিষয়য়ক সেবা,  

BD Land Surveyor 

ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস 


সফল ডেলিভারি  বছরে ২৬,০০০ এর বেশী।  

১   লক্ষের ও বেশী মানুষকে সেবা দেয়া হয়েছে।  


শুধু ১ টি মূল প্রিন্ট নকশার খরচ ৬০০ টাকা + কুরিয়ার ৮০ টাকা। 


২ টি ম্যাপের ক্ষেত্রে প্রতি ম্যাপ  ৫৫০ টাকা।


4 টি ম্যাপ নিলে প্রতিটি  ৫২০ টাকা,  


 মূল ম্যাপেরসাথে বড় সাইজের  ১ টি ফটোকপি নিলে অতিরিক্ত   ৫০ টাকা। 


উত্তোলন কৃত মূল ম্যাপের সফট বা স্কেন কপি ইমেইলে নিতে ৮০ টাকা।


১ টি ম্যাপ এর উন্নত লেমিনিটিং এর খরচ ১৮০ টাকা।




মৌজা ম্যাপ বা নকশা তুলতে যে তথ্য দিতে হবেঃ  

১. ম্যাপ বা রেকর্ড এর নামঃ যেমন-( Cs / Sa/ RS/ BS)  

২. জেলাঃ

৩. থানাঃ

৪. মৌজা ও জে এল নম্বরঃ

৫ . সিট নম্বর অথবা দাগ নম্বরঃ


এবং কুরিয়ার এর মাধ্যমে আপনার উপজেলাতে  ম্যাপ নিতে যে তথ্য লাগবে-

১. নামঃ

২. ঠিকানাঃ

৩. মোবাইল নম্বরঃ


এই তথ্যগুলো আমাদের হোয়াটসএপ অথবা ইমুতে লিখে অথবা ছবি তুলে পাঠাতে হবে। 

আমরা হোয়াটসএপ এবং ইমুর প্রত্যেকটি মেসেজ গুরুত্ব দিয়ে দেখি।


অর্ডার কনফার্ম করতে বাধ্যতামূলক ৫০০ টাকা + টাকা পাঠানোর শেষের চার ডিজিট মেসেজ দিয়ে  কনফার্ম করতে হবে। 


অর্ডার কনফার্মের ৫-৭ কর্ম দিবসের  মধ্যে আমরা ম্যাপ কুরিয়ার করে থাকি।


01832-421046 ( BKash, Rocket, Nagad personal number) 


সরাসরি হোয়াটস এপ  whats app মেসেজ লিংক-


 wa.me/8801832421046 


শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সেবা নিতে পারবেন,  অধিক পরিমাণে ফোন আসায় অনেক ফোন রিসিভ করা সম্বভ হয় না।




MD Rimon Khan

আসসালামু আলাইকুম, আমি, সার্ভেয়ার মোঃ রিমন খাঁন (B.Sc, M.Sc) সিভিল কোর্ট কমিশনার জেলা জজ আদালত, ঢাকা ব্যাবস্থাপক, ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস প্রশিক্ষণ পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট Mobile Imo & whats app: 01811-811182

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন