নতুন করে নতুন ব্যাচে ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্স এ ভর্তি চলছে !!
ভূমি জরিপ প্রশিক্ষণ বা সার্ভে আমিনশীপ ট্রেনিং মাত্র ৩ মাস/৬মাস এ ভূমি জরিপ শিক্ষার একটি বাস্তবমুখী পদক্ষেপ। সরাসরি ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট দ্বারা পরিচালিত।
ফলে চাকরিজীবী, ছাত্র, শিক্ষক, এডভোকেট, ও অন্যান্য পেশার লোকেরা ও খুব সহজে অংশগ্রহণ করতে পারবে। যারা জায়গা জমির পরিমাপ এবং দলিলপত্র, ম্যাপ ও খতিয়ান ও জমির আইন বিষয়ে শিখতে আগ্রহী তাদের জন্য " ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্স "।
ভর্তির যোগ্যতাঃ সর্বনিম্ন অষ্টম শ্রেণি উচ্চতর ডিগ্রিধারীগণ ও অংশগ্রহণ করতে পারবে।
আমিনশীপ কোর্সের সুবিধাঃ
- এই কোর্স শেষে জমি সংক্রান্ত যে কোন ঝামেলা হতে মুক্ত থাকা যাবে।
- কোর্সটি তে মোট ৩৫ টি পাঠ্যক্রম হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
- প্রতিটা ক্লাসে শীট দেওয়া হয়।
- ক্লাসের মধ্যে সিএস, এসএ, বিএস ম্যাপ মেপে দেখানো হয়।
- দলিলপত্র, ম্যাপ ও খতিয়ান এর বাস্তবমুখী এবং হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
- কোর্সটিতে রয়েছে প্রাকটিক্যাল ক্লাসের সুবিধা।
- সরাসরি ফিল্ডে গিয়ে জমির পরিমাপ করা শিখানো হয়।
- কাঠের পরিমাপ শিখানো হয়।
- মাটির পরিমাপ শিখানো হয়।
- স্বর্ণের পরিমাপ শিখানো হয়।
- রডের পরিমাপ শিখানো হয়।
- খতিয়ান।
- ম্যাপ।
- দলিল।
- ভূমি আইন এর বাস্তবমুখী শিক্ষা দেওয়া হয়।
- প্রয়োজন স্থানীয় ভূমি অফিস ভিজিটিং/পরিদর্শন করানো হয়।
যার জমি রয়েছে তার এ সংক্রান্ত জ্ঞান থাকলে হাজার হাজার টাকা সেভ করা সম্বভ এবং জমি বিষয়ে হয়রানি থেকে মুক্তি পাওয়া সম্ভব।কারণ বাংলাদেশের ভূমি ব্যাবস্থা সবচেয়ে দূর্ণীতি গ্রস্থ নিজের কাজ নিজে করতে পারবেন।যাদের জমি নেই তারাও ইচ্ছা রাখে এক খন্ড জমির। যে জমিটা কিনবে সেটার মধ্য যদি ভেজালে থাকে তাহলে এর পরিণিতি খুবই ভয়াবহ হয়।
আপনি যেই পেষার ই হন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, এডভোকেট ভূমি বিষয়ে আপনার জ্ঞান লাগবেই। কারণ জমির দাম সবসময় উর্ধগামি সারাজীবন এর জমানো টাকা দিয়ে কেউ চাইবে না ভেজাল যুক্ত জমি কিনতে। একটি জমি কিনার আগে কোন কোন কাগজ পত্র লাগবে কিভাবে কাগজপত্র চেক করবেন। কিভাবে বর্তমান থেকে ১৮৪০ -১৯৪০ পর্যন্ত মালিকানার ধারাবাহিকতা যাচায় করবেন?
যারা স্থানীয় আমিন হিসেবে কাজ করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ। কারণ আমাদের ইন্সটিটিউট এর ছাত্ররা খুবই দক্ষতা ও সুনামের সাথে সারা বাংলাদেশে কাজ করছে। বড় বড় হাউজিং সোসাইটি, বিল্ডার্স কোম্পানি তে সার্ভেয়ার বা আমিন হিসেবে কাজ করার সুযোগ। পুলিশ
সদস্য, সেনাবাহিনীর সদস্য, বিমানবাহিনী সদস্য, ব্যাংক কর্মী, এডভোকেট,
প্রভাষক, অধ্যাপক সহ বিভিন্ন পেষার কর্মজীবী মানুষ এই স্বল্প মেয়াদি
কোর্সে অংশগ্রহণ করেছেন।
[সরাসরি ফিল্ড ক্লাসে প্রশিক্ষনার্থীরা] |
"ডিগ্রীর চেয়ে কর্মের মর্যাদা কম নয়"
একটি মন্তব্য পোস্ট করুন