ভূমি_জরিপ_প্রশিক্ষণ সার্ভে আমিনশীপ ট্রেনিং কোর্সে ভর্তি চলছে।
১ম কেন্দ্রঃ বিয়াম ল্যাবরেটরি স্কুল, নবাবগঞ্জ উপজেলা কমপ্লেক্স, ঢাকা -১৩২০
২য় কেন্দ্রঃপাড়াগ্রাম স্কুল এন্ড কলেজ, নবাবগঞ্জ, ঢাকা।
১৯ আগষ্ট ২০২২ ভর্তি ও উদ্ভোদন ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।
★ উদ্ভোধনি ক্লাস টি সম্পূর্ণ ফ্রী
ক্লাসঃ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় এবং ৩ ঘটিকায়।
*প্রশিক্ষণ শেষে #আমিনশীপ _সার্টিফিকেট প্রদান করা হবে। যা দিয়ে দেশের যে কোন জায়গায় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করা যাবে।
*দক্ষ সার্ভেয়ার/আমিন হয়ে বেকার জীবন থেকে মুক্তি পাওয়া যাবে।
* জমি সংক্রান্ত যেকোন হয়রানি হাত থেকে মুক্তি পাবেন।
* নিজের জমির হিসাব নিকাশ নিজেই বুঝে নিতে পারবেন।
* জমির বিভিন্ন পরিমাপ, জমির কাগজপত্র, জমি সংক্রান্ত যেকোন তথ্য ও পরামর্শ দিতে পারবেন।
*এছাড়াও কোর্টে এডঃ কমিশনার, সিভিল কোর্ট কমিশনারসহ সেটেলমেন্ট, রাজস্ব, বনবিভাগ, সাব-রেজিস্ট্রি অফিস, পৌরসভা, হাউসিং প্রকল্প ও রেলওয়ের মত গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি ডিপার্টমেন্টে কর্মসংস্থানের সুযোগ।
প্রশিক্ষণ শেষে ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট এর একাডেমিক সার্টিফিকেট প্রদান করা হবে। পরিক্ষা দেয়ার মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে সনদ নেয়ার সুযোগ আছে।
ভর্তির জন্য যোগাযোগঃ
সার্ভেয়ারঃ জোবায়ের আহম্মেদ (সরকারি সনদ প্রাপ্ত)
এবং সার্ভেয়ার:জাহিদুল ইসলাম (সরকারি সনদ প্রাপ্ত)
( প্রশিক্ষক ও শাখা পরিচালক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট).
মোবাইলঃ 01624863377
01752981966
Post a Comment