ভর্তি চলছে! ভর্তি চলছে!
ভূমি জরিপ প্রশিক্ষণের স্বনামধন্য প্রতিষ্ঠান "ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট " এর যাত্রাবাড়ী (ঢাকা) ইউনিটে নতুন ব্যাচে ভর্তি চলছে!
কেন্দ্রঃ নতুন কুড়ি হাই স্কুল,
১৫৮/৩ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা
প্রশিক্ষক সার্ভেয়ার আব্দুল আলিম মির্জা (বি এস এস, এল এল বি)
মোবাইলঃ 01712-046925,
ক্লাস শুরু আগামী ০১ জুলাই ২০২২ ইং শুক্রবার সকাল ১০ ঘটিকায়।
মাত্র তিনমাসের প্রশিক্ষণ শেষে আপনি পাবেন সরকার স্বীকৃত সারটিফিকেট ; যা দিয়ে দেশের যেকোন স্থানে স্থানীয় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করতে পারবেন।
এছাড়াও পরবর্তীতে পরীক্ষা দেয়ার মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সনদ নেয়ার সুযোগ আছে।
কোর্সটিতে রয়েছে প্রাকটিক্যাল সুবিধা; ফলে সরাসরি জমিতে গিয়ে পরিমাপ শিখতে পারবেন।
কোর্সটি সম্পন্ন করার পর জমির বিভিন্ন পরিমাপ,জমির কাগজপত্র এবং জমিসংক্রান্ত যেকোনো পরামর্শ প্রদান করতে পারবেন।
তাছাড়াও কোর্টে এডঃ কমিশনার,সিভিল কোর্ট কমিশনারসহ সেটেলমেন্ট, রাজস্ব,বনবিভাগ,সাব-রেজিষ্ট্রি অফিস,পৌরসভা,হাউজিং প্রকল্প ও রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে শর্ত ও প্রয়োজনীয়তা সাপেক্ষে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।
চাকুরীজীবি,ছাত্র,শিক্ষক,আইনজীবী ও অন্যান্য পেশার লোকেরা সহজেই অংশগ্রহন করতে পারবেন এই কোর্সে।
*কেন্দ্রঃ নতুন কুড়ি হাই স্কুল,
১৫৮/৩ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা
*ক্লাশ প্রতি সপ্তাহে দুই দিন-শুক্র ও শনিবার।
* ক্লাস শুরু আগামী ০১ জুলাই ২০২২ ইং শুক্রবার সকাল ১০ ঘটিকায়।
* ভর্তির জন্য প্রয়োজন হবে এক কপি পাসপোর্ট সাইজের ছবি,জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন এর ফটোকপি,শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।
*ভর্তি ফিঃ ১৩৫০ টাকা মাত্র।
যোগাযোগঃ সার্ভেয়ার আব্দুল আলিম মির্জা (বি এস এস, এল এল বি)
প্রশিক্ষক ও শাখা পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট.
01712-046925,
Post a Comment